দেশে মেট্রোরেল চালু হচ্ছে সেটিই বড় ব্যাপার: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ  © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে। মেট্রো রেলের প্রতিদিনের টিকিটের ভাড়া একটু বেশি হলেও মাসিক বা ত্রৈমাসিক টিকিট কিনলে ভাড়া অনেক কম পড়বে। দেশে মেট্রোরেল চালু হচ্ছে সেটিই অনেক বড় ব্যাপার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মেট্রোরেলের মাসিক ভাড়া অনেক কম। আমাদের দেশে মেট্রোরেল হবে, তা কেউ ভাবেনি। আমার নির্বাচনী এলাকার লোকজনকে এনে আমি মেট্রোরেলে চড়াব।

গুম-খুন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এ দেশে গুম খুনের রাজনীতি জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমানের আমলে পুরো দেশটাকে কারাগার বানানো হয়েছিল। তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। খালেদা জিয়াও তার আমলে এই দেশটাকে একই কায়দায় কারাগারে বানিয়েছিলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া হবে না মেট্রোরেলে

তিনি বলেন, দেরিতে হলেও বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেয়া হয়েছে। তাদের জামিন দেয়ার বিষয়টি আদালতের এখতিআর।

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশের উদ্বোধন এবং প্রথম যাত্রী হবেন। তবে সাধারণ যাত্রীরা স্বপ্নের মেট্রোরেলে চড়ার সুযোগ পাবে পরদিন ২৯ ডিসেম্বর থেকে।


সর্বশেষ সংবাদ