শিক্ষকরা জাতির বাতিঘর: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের এখন কর্মমুখী শিক্ষা প্রয়োজন। একইসঙ্গে দেশপ্রেমিক ও ইতিহাস বোধসম্পন্ন সত্যিকারের বাঙালি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষকরা জাতির বাতিঘর, তাদেরকেই এক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞের সূচনা করেছিল, একেবারে শেষ দিকে এসে পরাজয়ের আগ-মুহূর্তে তা রূপ নেয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে।

‘‘পাকিস্তানি সামরিক জান্তা তখন তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের।’’

আরও পড়ুন: ডিজিটাল লটারিতে অবৈধ শিক্ষার্থী ভর্তি ও তদবির বন্ধ হয়েছে: শিক্ষামন্ত্রী

পাকিস্তানী শাসক গোষ্ঠীর বর্বতা উল্লেখ করে উপমন্ত্রী বলেন, এসব হত্যার কারণ স্পষ্ট, পরাজয় নিশ্চিত জেনে তারা চেয়েছিল স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া দেশটিকে মেধায়-মননে পঙ্গু করে দিতে।

অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক ড. মো. আবু তাহের এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence