বাইকের সামনে ট্রাক দেখে অজ্ঞান হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু!

সজীব আহমেদ
সজীব আহমেদ  © সংগৃহীত

মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সামনে ট্রাক দেখে দুর্ঘটনার আশঙ্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছা্ত্রলীগ নেতার মৃত্যু হয়। এর আগে গত ১৯ নভেম্বর দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম সজীব আহমেদ। তিনি বেলকুচি সদর ছাত্রলীগের দায়িত্বে ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি জানান, গত শনিবার দুপুরে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সজীব। সূবর্ণসাড়া তেল পাম্পের কাছে একটি অটোরিকশাকে ওভারটেক করছিলেন তিনি। এ সময় সামনে থেকে একটি ট্রাক আসতে দেখে স্ট্রোক করে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেতা সজীব এর আগেও একবার দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এরপর থেকে তার মধ্যে দুর্ঘটনা নিয়ে আতঙ্ক কাজ করত। ঘটনার দিন ওই আতঙ্কেই তিনি স্ট্রোক করেন।


সর্বশেষ সংবাদ