দেশের সম্পদ পাচার করছেন ধনীরা: সিরাজুল ইসলাম চৌধুরী

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী  © ফাইল ছবি

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, অতীতে ব্রিটিশ ও পাকিস্তানিরা দেশের ধনসম্পদ লুট করেছে। এখন দেশের সম্পদ বিদেশে পাচার করছেন ধনীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাসদের আহ্বায়ক কমরেড আ ফ ম মাহবুবুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ওই স্মরণসভার আয়োজন করে আ ফ ম মাহবুবুল হক স্মৃতি সংসদ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ টিকে আছে মেহনতি মানুষের কারণে। যেসব শ্রমিক বিদেশের মাটিতে কাজ করেন, যাঁরা গার্মেন্ট শ্রমিক এবং দিনমজুরেরাই এই দেশকে টিকিয়ে রেখেছেন। আর ধনীরা কানাডাসহ উন্নত দেশে সম্পদ পাচার করছেন।

তিনি বলেন, দেশে অনেক দল, কিন্তু ধারা দুটি। একটি বুর্জোয়া, অন্যটি সমাজতান্ত্রিক। বুর্জোয়ার ধারার রাজনীতির ভুক্তভোগী আমরা। দেশ স্বাধীন হলেও ব্রিটিশ বা পাকিস্তান থেকে ভিন্ন কিছু হয়নি। স্বাধীন হয়েছি ৫০ বছর, কিন্তু উপনিবেশ মানসিকতা থেকে এখনো মুক্তি মেলেনি। এখন আমরা ধনীদের উপনিবেশ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজতান্ত্রিকদের কিছু করার আগেই পরাজিত হয়ে যাওয়ার মনোভাব আছে। মাহবুবুলের (কমরেড মাহবুবুল হক) মনে সেটি ছিল না। তাঁর সময়ে সমাজতান্ত্রিকদের দৃষ্টান্ত খুব বেশি ছিল না। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তিনি জয়ী হবেন। বর্তমানে বামপন্থীরা জনগণের কাছে পৌঁছাতে পারে না। জনবিচ্ছিন্ন হয়ে থাকে। মানুষকে পাশে আনতে পারে না।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হকের সময়ে সমাজতান্ত্রিক আন্দোলনে বেশি মানুষ ছিল না। তিনি একাই আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক নির্যাতন আর বাধার পরেও মাথা নত করেনি। তবে এত বছরে বাঙালি জাতীয়তাবাদ এবং বাম রাজনীতি যেভাবে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল, তা হয়নি। তাঁর কোন দিকে যেতে হবে, সেই পথ স্পষ্ট ছিল। কখনো বিভ্রান্ত হয়নি, বিচ্যুতি হননি।

আরো পড়ুন: সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ আবারও স্থগিত

কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, অনেক বামের সৃষ্টি হয়েছে। বামপন্থীরা ভাগ হতে হতে প্রান্তিক জায়গায় চলে গেছে।আমরা অনেক ভুল করেছি, তাই ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। দেশে অপশাসনের কর্তৃত্ব চলছে। নব্য উদার অর্থনীতির চলছে। পাঁচ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ও বাকি ৯৫ ভাগের অবস্থা এখন দুই রকম।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণদের, সাধারণ মানুষের সব আবেগ ছিল তাঁকে ঘিরে। ওই আবেগ ছিল বুদ্বুদের মতো। তাঁর পাশে থাকলে কেউ আর আমাকে দেখত না। আজকের বাংলাদেশে যদি তিনি থাকতেন, তাহলে হয়তো অন্য কিছু করতে পারতেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মাহবুবুল হক সব সময়ই লড়াইয়ের অগ্রে ছিলেন। কখনো পিছে ছিলেন না।

অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ আলোচনা করেন।

মাহবুবুল হক ২০১৭ সালের ৯ নভেম্বর কানাডায় মারা যান। পরিবারের ইচ্ছায় সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের ছাত্র রাজনীতির অবিচল কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধকালে সততা, মেধা, আর সাহসিকতা দিয়ে সহকর্মীদের উজ্জীবিত করতেন তিনি। ২০০৪ সালের ২৫ অক্টোবর ঢাকায় অজ্ঞাত ব্যক্তিদের হামলায় আহত হন। তিনি এক সময় প্রায় স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেন।


সর্বশেষ সংবাদ