হাজারীবাগে ইউল্যাব শিক্ষার্থীর আত্মহত্যা

তানভীর আরেফিন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন
তানভীর আরেফিন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন  © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে ইউল্যাব ইউনিভার্সিটির তানভীর আরেফিন (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আরেফিন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার স্পেন প্রবাসী দম্পতি মোজাম্মেল হকের ছেলে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তানভীর আরেফিন ধানমন্ডির ইউল্যাব ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশন এর উপর গ্রাজুয়েশন শেষ করে ইন্টার্ন করছিলেন। পাশাপাশি চাকরির সন্ধান করছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে ২য় জমজ ভাইয়ের মধ্যে সে একজন।

নিহতের মামা আনসারী বলেন, আমার বোন ও বোন-জামাই বিদেশে থাকেন। ছোটবেলা থেকেই আমার তিন ভাগিনা আমাদের বাসায় থাকে। শনিবার সকালে তার একটি ভাইভা ছিল। কিন্তু সে বাসা থেকে বের হয় সকাল দশটায়। 

আরও পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন,  গতকাল ভাইভা শেষ করে বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় আসে। এসে সে নিজের রুমেই ছিল, কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার রুমের দরজা খোলা ছিল। এরপর রাতে তাকে ডাকাডাকি করা হলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে ঢুকে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সেটাই বুঝতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence