নতুন প্রজন্মের ভাষার প্রহরী
- সাদিকুল ইসলাম সাদিক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতেপায়ে’—আব্দুল লতিফের এই গানের কথাগুলো শুধু সুর নয়, এক অনন্য প্রেরণা, আমাদের ভাষার সংগ্রামের সাক্ষ্য। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ কেবল ইতিহাস নয়, তা আমাদের অহংকার, আত্মপরিচয়ের ভিত্তি।
একুশের প্রথম আলো যখন শহীদ মিনারের পেছন থেকে উঁকি দেয়, তখন সেই রোদ যেন সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের গল্প শোনায়। মনে হয়, তারা আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছেন, যেন আমাদের বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিচ্ছেন। তাইতো একুশের সকালে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বেজে ওঠে চিরচেনা সুর—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’
আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ মিনারে দেখা যায় এক নতুন দৃশ্য—ছোট্ট শিশুরাও হাতে ফুল নিয়ে এসেছে। তাদের কচি মুখের ভাষা বাংলা, সেই ভাষা যাকে রক্ষার জন্য একদিন রক্ত ঝরেছিল। যখন তারা বড় হবে, তখন বুঝবে, এই ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।
প্রজন্ম বদলায়, সময় চলে যায়, কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা চিরকাল অটুট থাকে। আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের পথচলার শক্তি হয়ে থাকবে। যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে, যতদিন কৃষ্ণচূড়ার শাখায় লাল ফুল ফুটবে, ততদিন বাঙালি তার মাতৃভাষার মর্যাদা ধরে রাখবে, বিশ্বের বুকে গর্বিত হয়ে দাঁড়াবে।