এক কলেজের ৪১ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন 

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সরকারি মেডিকেলে উত্তীর্ণ হয়েছেন ৫৩৮০ জন। এতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর জানা গেছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৪১ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২২৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২২৩ জন। জিপিএ-৫ পান ১৫৭ জন। এর মধ্যে এবার ৪১ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে ৩৫ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

সেরা দশ যারা

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ হলেন যারা— প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত তোহা। তৃতীয় স্থান অধিকার করেছেন আহমদ আব্দুল্লাহ জামি। চতুর্থ স্থান অধিকার করেছেন মাশকুরা খন্দকার মেধা। পঞ্চম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী মোছা: ফাওজিয়া ফারিহা।

ষষ্ঠ স্থান অধিকার করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজের রাইয়্যাদ। সপ্তম স্থান অধিকার করেছেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের রাবেয়া খাতুন রুমা। অষ্টম স্থান অধিকার করেছেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের মো. মেসবাহুল ইসলাম। নবম স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের ইরাম আহনাফ। দশম স্থান অধিকার করেছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সোমাইয়া তাসনিম তিরানা।


সর্বশেষ সংবাদ