সরকারি মেডিকেল কলেজের আসন বাড়ছে

সরকারি মেডিকেল কলেজে এক হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সরকারি মেডিকেল কলেজে এক হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে  © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন। এতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর সরকারি মেডিকেল থেকে চিকিৎসক হওয়ার সুযোগ তৈরি হবে।

আসন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) রনজিৎ কুমার সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবী। তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এক হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের কাগজপত্রে স্বাস্থ্যমন্ত্রী এখনো স্বাক্ষর করেননি। স্বাক্ষর করলে প্রজ্ঞাপন জারি হবে।

আরো পড়ুন: জবির কোষাধ্যক্ষ পদের দৌড়ে যৌন কেলেঙ্কারিতে অপসারিত শিক্ষক

সূত্র জানিয়েছে, ১০-১৫ দিন আগে একটি সভায় আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বর্তমানে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করলে এ সংখ্যা হবে প্রায় সাড়ে ৫ হাজার। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব আসনে ভর্তির সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগে দেশে চিকিৎসা শিক্ষার সম্প্রসারণ হবে। মেডিকেল শিক্ষার ভালো সুযোগ তৈরি হচ্ছে। এতে চিকিৎসা সেবা আরও সহজ হবে। প্রতিটি মেডিকেলে ১০ থেকে অর্ধশতাধিক আসন বাড়বে। তবে দক্ষ শিক্ষকের ঘাটতি থাকায় সঙ্কট পুরোপুরি কাটবে না জানা গেছে। এ জন্য আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষক সঙ্কট কাটানোর কথাও বলেছেন অনেকে।


সর্বশেষ সংবাদ