দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ১৭তম ও ১৮তম সপ্তাহের অ্যাসইনমেন্ট রুবিক্সসহ প্রেরণ করা হলো।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেসময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি মেটাতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজ খোলা হলেও এখনো অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রাখা হয়েছে।

আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ