বিলম্ব হবে ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশে

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ  © ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে কওমি মাদরাসার ২০২১ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হবে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেইজে শনিবার (১০ জুলাই) একটি পোস্টের মাধ্যমে অফিস সম্পাদক মুঃ অছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্ট্যাটাসে উল্লেখ আছে, 'কঠোর লকডাউন থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোনো জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।'


সর্বশেষ সংবাদ