ঢাকা আলিয়ার হলে তল্লাশি অভিযান, ইলেক্ট্রিক হিটার চুলা উদ্ধার

বিপজ্জনক ইলেকট্রিক সরঞ্জাম জব্দ
বিপজ্জনক ইলেকট্রিক সরঞ্জাম জব্দ  © টিডিসি

ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে হল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৭ জুন) নবনিযুক্ত হল প্রভোস্ট মো. মাসুম বিল্লাহ দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক হল পরিদর্শন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, অভিযান চলাকালে হলের বিভিন্ন কক্ষে পাওয়া যায় বৈদ্যুতিক হিটার, ইনডাকশন কুকার, মাল্টিপ্লাগসহ বেশ কিছু বিপজ্জনক বৈদ্যুতিক সরঞ্জাম। হলে এগুলোর ব্যবহার হল নীতিমালার পরিপন্থী। এসব সরঞ্জাম বিদ্যুৎ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। এছাড়াও অভিযানে ক্যান্টিন থেকে হারিয়ে যাওয়া ৮০টি খাবার পরিবেশন প্লেট এবং পাঁচটি বাতের বল উদ্ধার করা হয়, যেগুলো দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল বলে জানা গেছে।

ফিকহ বিভাগের এক ছাত্র জানান, ‘নতুন প্রভোস্ট স্যারের এমন উদ্যোগ ভালো লেগেছে। হলে শৃঙ্খলা থাকা জরুরি। তবে আমাদের কিছু সমস্যাও রয়েছে, সেগুলোতেও দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও হলের শৃঙ্খলা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। বৈদ্যুতিক সরঞ্জামের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি চাই সবাই নিয়ম মেনে চলুক এবং হলে একটি নিরাপদ পরিবেশ বজায় থাকুক।’

তিনি জানান, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করার কথাও জানান তিনি। এর পরেও যদি কেউ নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন নবনিযুক্ত এই প্রভোস্ট।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!