পহেলা বৈশাখ উদযাপনের ৫ দিন পর মাদ্রাসার উৎসব ভাতার চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

গত ১৪ এপ্রিল সারা দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৈশাখ উদপানের পাঁচদিন পর এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে।

রোববার (২০ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২০ এপ্রিলের পর থেকে উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা।

এমপিও স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৪২২। তারিখ: ১৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ।


সর্বশেষ সংবাদ