দায়িত্বে অবহেলার কারণে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

ইসলামপুর কামিল মাদ্রাসা
ইসলামপুর কামিল মাদ্রাসা  © টিডিসি ফটো

চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. হাবিবুর রহমান নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ইসলামপুর কামিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষক মো. হাবিবুর রহমান পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা করেন বলে অভিযোগ ওঠে। পরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ইসলামপুর উপজেলায় মাধ্যমিক স্তরে মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছে।  

এদের জন্য উপজেলায় মোট ১০টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে।

ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, পরীক্ষায় দায়িত্বরত কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরীক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।


সর্বশেষ সংবাদ