মধ্যরাতে ঢাকা আলিয়ায় পুলিশের অভিযান, আটক ২

ঢাকা আলিয়ার আবাসিক হলে পুলিশের অভিযান
ঢাকা আলিয়ার আবাসিক হলে পুলিশের অভিযান  © টিডিসি ফটো

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হলে রেইড দিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত মাদ্রাসা এবং হল প্রশাসনের উপস্থিতিতে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করে চকবাজার থানা পুলিশ। 

জানা গেছে, মাদ্রাসার আল্লামা কাশগরী  হল ও শহীদ ইবরাহীম হলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে আটকের ঘটনাও ঘটে। আটককৃতরা হলেন আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষের বাপ্পি এবং ৩৬৮ নম্বর কক্ষের আজিজ। এরমধ্যে আটককৃত বাপ্পি বহিরাগত বলেও জানা গেছে। 

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে আইনি নোটিশ 

আটককৃত কাছে মাদক সহ বেশ কিছু টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে।  এছাড়াও কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও চাপাতিও উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং আল্লামা কাশগরী ও শহীদ ইবরাহীম হলের সুপার জাহাঙ্গীর আলম জানান, হলে রেইড হয়েছে বহিরাগত ও মাদককারবারীদের ব্যাপারে। এসময় বহিরাগত ১ জন ও মাদক রাখা এবং সেবনের অপরাধে ১ জন মোট ২ জনকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবেনা।


সর্বশেষ সংবাদ