আয়াতুল্লাহ খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বন্ধ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি  © সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের হিব্রু ভাষার অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট করেন খামেনি। এর পরই অ্যাকাউন্টটি ‘সাসপেন্ড’ বা বন্ধ করে দেওয়া হয়। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত রোববার খামেনি ‘গুরুতর অসুস্থ’ এবং তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে ‘নীরব প্রতিযোগিতা’ চলছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিন বিকেলেই তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের ইসরায়েলি বিমান হামলা নিয়ে এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে ওই গুজবে পানি ঠেলে দেন।

খামেনি তাঁর মূল অ্যাকাউন্টের পোস্টে বলেন, ‘ইরানে ইসরায়েলে হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখার সুযোগ নেই।’

এরপর হিব্রু ভাষার অ্যাকাউন্টে লেখেন, ‘জায়নিস্ট শাসকরা ভুল করেছে। ইরান নিয়ে তাদের হিসাবে ভুল আছে। জাতি হিসেবে ইরানের ক্ষমতা, সক্ষমতা, উদ্যোগ ও অভিলাষ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।’

এই একই পোস্ট আবার মূল অ্যাকাউন্টেও ইংরেজি ভাষায় দেন তিনি।

আরও পড়ুন: নির্বাচিত হলে বিদেশে যুদ্ধ করবেন কি না, জানালেন ট্রাম্প

জেরুজালেম পোস্ট জানিয়েছে, হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে গত শনিবার প্রথম পোস্ট করেন খামেনি। ওই পোস্টে লেখেন, ‘পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি।’

এক্সের নীতি অনুযায়ী, ‘হিংসাত্মক ও ঘৃণা’ ছড়ায় এমন কিছু নিষিদ্ধ করে। তবে এটি ‘রাষ্ট্রীয় বা সরকারি সংস্থাগুলোর’ জন্য প্রযোজ্য নয়। সে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির অ্যাকাউন্ট বাতিল হওয়ার কথা নয়। তবে খামেনির অ্যাকাউন্ট স্থগিতের কারণ সম্পর্কে এখনো এক্স কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরের মার্চে আয়াতুল্লাহ আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে মেটা। এ ঘটনাকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছিল ইরান। 

তবে মেটার দাবি, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence