রাবিতে ‘হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম’র কমিটি গঠন

  © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক নতুন একটি সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম (RUHERF)’। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

কমিটিতে সভাপতি মো. সুজন আলী জর্দার ও সাধারণ সম্পদক মোহাম্মদ মিনহাজুর রহমান। দুই বছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ১: মোসাঃ নূর-ই-মালেকী, সহ-সভাপতি ২: মো. আদনান সাদিক কাওসিক. যুগ্ম সম্পাদক: মোসাঃ রাহনুমা আফরিন, সাংগঠনিক সম্পাদক: ফারহাতুন নিসা সিয়ামি, কোষাধ্যক্ষ: মো. মাহফুজুর রহমান ও মো. হাফিজুর রহমান শুভ,এইচআর (মানবসম্পদ) সম্পাদক: শাহরিয়ার সিয়াম,শিক্ষা ও গবেষণা সম্পাদক (বিজ্ঞান শাখা): সিনথিয়া ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক (অবিজ্ঞান শাখা): লুইস সুলতানা,জনসংযোগ সম্পাদক: তাসনিয়া তিথি,ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: পূজা রাণী নন্দী,সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: তনু দে,প্রকাশনা ও প্রচার সম্পাদক: হাসানুর ইসলাম,আইটি ও মিডিয়া সম্পাদক: মো. ফরহাদ বাবু,সহকারী আইটি ও মিডিয়া সম্পাদক: উপমা সাহা,কার্যনির্বাহী সদস্য: নিশাত ফারজানা জয়া, মো. তুষার ইমরান, তুফা হৃদয়, অন্তর করাতি, শ্রাবণ রায়, মো. শিহাব উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান।

সংগঠনটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করা। RUHERF সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংগঠন বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

ফোরামটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন সেশনের মাধ্যমে স্কলারশিপ, ভিসা, আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস (SOP), সিভি লেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে।

এছাড়া, গবেষণাধর্মী বুটক্যাম্প ও কর্মশালার মাধ্যমে সায়েন্টিফিক রাইটিং, গবেষণা পদ্ধতি ও প্রজেক্ট প্রপোজাল তৈরির দক্ষতা গড়ে তোলা হবে। ডেটা অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে Python, SPSS ইত্যাদি সফটওয়্যারে প্রশিক্ষণ কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি IELTS ও GRE প্রস্তুতির জন্য ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন কর্মশালাও আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাউন্সেলিং সেশন পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইন্টার্নশিপ ও ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করবে RUHERF।

হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম’র  উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “RUHERF-এর কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের একটি নতুন সংযোজন, যা শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক প্রস্তুতি বাড়াতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করে RUHERF ভবিষ্যতে এক সমৃদ্ধ পরিবেশ তৈরি করবে, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

RUHERF এর এই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার উৎকর্ষ সাধনে সহায়ক হবে, এমন আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence