বুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলো আহসানউল্লাহর শিক্ষার্থীদের পাটের সাইকেল

টিম জুটেক্স ও পাটের তৈরি সাইকেল
টিম জুটেক্স ও পাটের তৈরি সাইকেল  © ফাইল ফটো

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি টিম জুটেক্স প্রথমবারের মতো জুট ফাইবার দিয়ে তৈরি সাইকেলের নমুনা প্রদর্শন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টের মাধ্যমে দলটি তাদের উদ্ভাবনের বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছেন তাদের তৈরি নমুনাটি (প্রোটোটাইপ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যাবতীয় বেসিক মেকানিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দলটি তাদের নতুন প্রযুক্তিটি নিয়ে খুব আশাবাদী। তাদের স্বপ্ন এটি বাংলাদেশ পাট মিলস এবং এর ২৫ হাজার কর্মীর পুনরায় জীবিকা অর্জনের পথ প্রশস্ত করতে সহায়তা করবে।

ওই পোস্টের মাধ্যমে তরুণ দলটি তাদের স্পন্সর ম্যাক্সিস টায়ার্স বাংলাদেশ এবং গবেষণা ও উন্নয়ন পরামর্শক ড. মোবারক আহমেদ খানকে ধন্যবাদ জানায়।

এর আগে তাদের দলটি জুটেক্স হল্ট প্রাইজ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ এবং ভিয়েতনাম ২০২০ পদক জিতেছে। আর সম্প্রতি হল্ট প্রাইজ গ্লোবাল রাউন্ডে বিশ্বের সেরা ৩০টি দলের মধ্যে স্থান করে নিয়েছে।


সর্বশেষ সংবাদ