আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম

পাইলট ফাহিম চৌধুরী ও বাংলাদেশের মানচিত্র
পাইলট ফাহিম চৌধুরী ও বাংলাদেশের মানচিত্র  © টিডিসি সম্পাদিত

প্রায় পৌনে ৩ ঘন্টা সেসনা ১৭২ ( CESNA 172) বিমান চালিয়ে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকেন পাইলট ফাহিম চৌধুরী।  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশি এই পাইলট।  আকাশকে ক্যানভাস বানিয়ে এভাবে দেশকে শ্রদ্ধা জানিয়ে ফাহিম শুধু নিজের দেশপ্রেম প্রকাশ করেননি, বরং পুরো জাতিকে অনুপ্রাণিত করেছেন বলে মন্তব্য করেন তার সহপাঠীরা।  

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন এই পাইলট। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আজ মহান বিজয় দিবসে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকে আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানালাম। প্রতিটি বাঁক ও মোড় যেন দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করার প্রতীক’। 

ফাহিমের এই ফ্লাইটটি ছিল ২ ঘণ্টা ৪৫ মিনিট দীর্ঘ, যেখানে তিনি প্রায় ২৯০ নটিক্যাল মাইল পথ পাড়ি দেন। আকাশে মানচিত্র অঙ্কনের প্রতিটি মুহূর্ত ছিল তার জন্য গর্ব ও আবেগে ভরা।  

ফাহিম তার পোস্টে আরও লিখেন, এই ফ্লাইটটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা।  আকাশে দেশের মানচিত্র আঁকতে গিয়ে আমি প্রতিটি বাঁকে আমাদের বিজয়ের ইতিহাসের কথা ভেবেছি।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত বিজয়ের সম্মান জানাতে ফাহিমের এই অসাধারণ উদ্যোগ জাতির হৃদয়ে নতুন করে দেশপ্রেমের সঞ্চার করেছে। ফাহিমের এই উদ্যোগ দেশের মানুষের মনে দাগ কেটেছে।  ফেসবুকে তার পোস্টটি ইতিমধ্যে হাজারো লাইক, শেয়ার এবং কমেন্ট পেয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার এই উদ্যোগ আমাদের প্রজন্মের জন্য একটি উদাহরণ।  বিজয় দিবসকে এভাবে উদযাপন সত্যিই অনন্য। ’

একজন পাইলট হিসেবে নয়, একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে ফাহিমের এই উদ্যোগ সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন তার অনুসারীরা।  


সর্বশেষ সংবাদ