মানারাত কলেজে ২৬ ক্লাব ও বাণিজ্য মেলার উদ্বোধন

  © সৌজন্যে প্রাপ্ত

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সহ-শিক্ষা কার্যক্রমের (এমসিসিএ) এবং বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উদ্বোধন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম মাহবুব-উল-আলমের (এমডিআইসি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ট্রাস্টের সদস্য এবং একাডেমিক কমিটির আহ্বায়ক ড. মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহ-শিক্ষা কার্যক্রম লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্যতা বৃদ্ধি করবে। উক্ত ক্লাবগুলোতে অংশগ্রহণ এবং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ সচেতন যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তুলতে সাহায্য করবে। তাই শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। 

এছাড়াও বাণিজ্য মেলা সম্পর্কে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ব্যবসায়ী এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তারা অর্থনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখযোগ্য ক্লাবগুলো হলো- গুড ম্যানার্স এবং ইটিক্যুয়েট ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেট ক্লাব, বিজনেস ক্লাব, মোরাল এন্ড মোটিভেশনাল ক্লাব, রোবোটিকস এন্ড এআই ক্লাব, গ্রীণ এন্ড এনভায়রনমেন্টাল ক্লাব, বায়োইনফরমেটিক্স এন্ড ন্যানো টেকনোলজি ক্লাব প্রভৃতি। 

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লাবের আয়োজনে কুইজ প্রতিযোগিতা, বই ও ম্যাগাজিন প্রদর্শনী, বানিজ্য মেলা, বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী এবং বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ। এছাড়াও অনুষ্ঠান শেষে কলেজের বাণিজ্য মেলায় শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ট্রাস্টের সদস্য এটিএম ফজলুল হক, মানারাত কলেজের উপাধ্যক্ষ তাহমিনা ইয়াসমীন, সহ-শিক্ষা কার্যক্রমের আহ্বায়ক সহকারী অধ্যাপক শারমিন আক্তার (বালিকা শাখা) এবং বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মাকসুদুল আলম (বালক শাখা) প্রমুখ। এসময় কলেজের বিভন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ