দেশে আরও একজনের দেহে ওমিক্রন শনাক্ত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন  © প্রতীকী ছবি

বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর এবার আরেকজনের নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য পাওয়া গেছে।

জিআইএসএআইডির তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

জিনোম সিকোয়েন্সের তথ্য বলছে, ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্স করেছে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সর্বশেষ সংবাদ