ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩২ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩২ AM
ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতিসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন গ্রন্থের লেখক, অধ্যক্ষ এস ইউ আহমেদ আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শনিবার(২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার ভোলানাথপুর মাতবর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে রাতে ভোলানাথপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোহাম্মদ আজমের বাবা ও দৈনিক মানবজমিনে কর্মরত হাফিজুল ইসলামের বড় চাচা।