ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর

০৯ জুন ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© প্রতীকী ছবি

সম্প্রতি দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কবার্তা দিয়ে বলছে, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিবেশ পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে এডিস মশাবাহিত রোগটির প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের প্রতিও নজর দিতে বলা হয়েছে।

এক তথ্যবিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি দুটি লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে কাছের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লক্ষণ দুটি হলো, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা এবং বারবার বমি করার প্রবণতা।

তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, ডেঙ্গু হওয়ার তিন থেকে সাত দিনের তীব্র লক্ষণ প্রকাশ পেতে পারে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি করা, বমির সঙ্গে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, শরীরে অবসাদ বোধ করা ও অস্থিরতা বোধ করা।

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলা হয়েছে, ঘর-অফিস বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। একই সঙ্গে মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

তথ্যবিবরণীতে মশার প্রজনন রোধে কয়েকটি কাজ করারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো, ঘর ও আশপাশে যে কোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে, ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে।

এদিকে গত ৪ জুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজন, ৫ জুন একজন এবং ৮ জুন দুজন মারা যায়। চলতি বছরে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষকতায় ফেরা হলো না বিশেষ সহকারীর, পদত্যাগপত্র গৃহীত অবসর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের ক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অর্ধেক রোজা পর্যন্ত স্কুল খোলা থাকলেও রমজানে বন্ধই থাকছে কল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ফুলবাড়ীয়ায় এক কৃষকের ১০ গরু চুরি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল আফগানিস্তান
  • ৩১ ডিসেম্বর ২০২৫