বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন, ৮ পৃষ্ঠার অধ্যাদেশে কী কী আছে দেখুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৯:১০ PM
বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) রাতে রাষ্ট্রপতি এ অধ্যাদেশের গেজেট জারি করেন। অধ্যাদেশ অনুযায়ী, সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের মধ্যে মুজিবনগর সরকার, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, নার্স ও চিকিৎসকদের সহায়কদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে। এর বাইরে অন্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে।
এদিকে শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদটিকে ফেইক নিউজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। তিনি ফেসবুকে তিনি লেখেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেইক নিউজ।







