ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা ‘ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং’: উপদেষ্টা ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী ও ইরেশ যাকের
মোস্তফা সরয়ার ফারুকী ও ইরেশ যাকের  © টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হয়েছে। এ নিয়ে বিনোদন অঙ্গনের অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। এ মামলা ডিপলি ট্রাবলিং, ডিপlলি ডিস্টার্বিং।’

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।     

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমি এখন সরকারের অংশ, অ্যাকটিভিস্ট নই। অ্যাক্টিভিস্ট হলে কথা বলতাম বেশি। সরকারের অংশ হওয়ায় আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হয়।  ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং।

তিনি আরও বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।  

মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, কোনো কিছু কিংবা যা কিছু সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত সেগুলোর সঙ্গে আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকি। তবে সবক্ষেত্রে আমরা বলি না এই কাজটি আমরা করছি। আমরা অনেক কাজ করছি। যেটা আমাদের দায়িত্ব। সেই বিষয়ে পিআর (প্রচারণা) করি না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence