চাকরির পরীক্ষায় বসতে উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেমের পদত্যাগ

মোয়াজ্জেম হোসেন
মোয়াজ্জেম হোসেন  © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয় বলে জানা গেছে। প্রকৃতপক্ষে, তিনি নিজেই পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হলে তা কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে এ বিষয়টি স্পষ্ট করা হয়।

স্ট্যাটাসে বলা হয়, মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন। গণমাধ্যমে অপসারণ সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। পদত্যাগপত্রটি গৃহীত হলে জনপ্রশাসন মন্ত্রণালয় তা কার্যকর করে।

ফেসবুক পোস্টের সঙ্গে মোয়াজ্জেম হোসেনের একটি পদত্যাগপত্রও সংযুক্ত করা হয়। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর আসন্ন লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যাংক নিয়োগের ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই। এজন্যই আমি এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আপনার (উপদেষ্টার) নেতৃত্বে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি, তা আমি অত্যন্ত মূল্যবান মনে করি। তবে আমি বিশ্বাস করি, আমার ক্যারিয়ার বিকাশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হবে।’

পত্রের শেষে মোয়াজ্জেম হোসেন তার দায়িত্ব পালনের সুযোগের জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উপদেষ্টার স্ট্যাটাসে আরও বলা হয়, সহকারী একান্ত সচিবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তা নির্ধারিত অভিযোগ আহ্বান সংক্রান্ত ইমেইলে পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence