চৈত্রসংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট, থাকছে মাইলস-ওয়ারফেজ-লালনসহ বিভিন্ন ব্যান্ড

চৈত্রসংক্রান্তি
চৈত্রসংক্রান্তি  © সংগৃহীত

আগামী ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার চৈত্রসংক্রান্তির কনসার্টে দেখা যাবে ঢাকার জনপ্রিয় ব্যান্ডগুলির পাশাপাশি, পাহাড়ি ব্যান্ডগুলোকেও, যা আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পাবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি জানান, এ বছর চৈত্রসংক্রান্তির কনসার্টে অংশ নেবে ঢাকার বেশ কিছু বিখ্যাত ব্যান্ড, যেমন মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, এভয়েড রাফা, দলছুট, লালন ও সুফি। এছাড়া, পাহাড়ি ব্যান্ডগুলির মধ্যে গারো ব্যান্ড এফ মাইনর, মারমা ব্যান্ড লালং, ত্রিপুরা ব্যান্ড ইমাং, খাসিয়া ব্যান্ড ইউনিটি ও চাকমা ব্যান্ড ইনভোকেশনও তাদের পারফরম্যান্সে অংশ নেবে।

কনসার্টের পাশাপাশি, বর্ষবরণ উপলক্ষে প্রথমবারের মতো শোভাযাত্রায় অংশ নেবে বামবা। এবার শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ান একত্রিত হয়ে পৃথিবীজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গান গাইবেন। বিশেষত, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে সম্মিলিতভাবে গাওয়া হবে ‘ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানটি।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এ বছর পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো নানা জাতিগোষ্ঠীসহ প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ান অংশগ্রহণ করবেন। তারা একত্রে পৃথিবীর শান্তির জন্য একটি গান গাইবেন, যা বিশেষভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাবে।”

এবারের আয়োজনটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে দেশের সংস্কৃতির চিত্র হয়ে উঠবে এই কনসার্ট এবং শোভাযাত্রা। ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তির কনসার্টে হাজারো দর্শককে আকর্ষণ করার আশা করা হচ্ছে, যেখানে মিউজিকের মাধ্যমে শান্তি ও ঐক্যের বার্তা পরিবেশন করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence