সাইবার আইনে ৪১০ মামলা প্রত্যাহার, কোন বিভাগে কত

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়  © সংগৃহীত

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনালে হওয়া অন্তত ৪১০ মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সাইবার আইনে মতপ্রকাশের অভিযোগে (স্পিচ অফেন্স) যেসব মামলা হয়েছিল, প্রথমে আমরা সেগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার হ্যাকিং সংক্রান্তগুলো করা হচ্ছে না। ’

‘প্রত্যাহারকৃত সাইবার ট্রাইব্যুনালের মামলার তালিকা’ শীর্ষক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক নথিতে বলা হয়, ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি (১০৯+২১), সিলেট বিভাগে ১০৩ (৫৬+৪৭), খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence