ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রা রোধে কঠোর ব্যবস্থা, স্টেশনে মিলবে না মই-টুল

রেলপথ মন্ত্রণালয়
রেলপথ মন্ত্রণালয়  © সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ২৭ মার্চ থেকে দেশের কোনও রেলস্টেশন এলাকায় মই বা টুল পাওয়া যাবে না, যাতে কেউ ছাদে উঠে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করতে না পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ সচিব।

তিনি বলেন, বিনা টিকিটে যাত্রীদের প্রবেশ রোধে দেশের প্রধান রেলস্টেশনগুলোতে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা রেলওয়ে স্টেশনের আশপাশে কিছু ‘পকেট গেট’ রয়েছে, যেগুলো দিয়ে অনেক যাত্রী বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করেন। এসব গেটে কঠোর নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধের বিষয়েও আলোচনা হয়। রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। অতীতে দেখা গেছে, অনেকে মই ব্যবহার করে ছাদে ওঠেন। তাই ২৭ মার্চ থেকে কোনও স্টেশনে মই বা টুল পাওয়া যাবে না।

ঈদযাত্রায় ট্রেন ও স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, বিমানবন্দর, রাজশাহী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া, পূর্ব ও পশ্চিমাঞ্চলের ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিব জানান, সামাজিক মাধ্যমে টিকিট বিক্রির ভুয়া পোস্ট দিয়ে সাধারণ যাত্রীদের প্রতারণা করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় ফেসবুকে এসব পেজ শনাক্ত করে স্ক্রিনশট সংগ্রহ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এগুলো বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে।

ঈদে ট্রেনযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় টিকিট ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রেনের ছাদে যাত্রা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।


সর্বশেষ সংবাদ