বাংলাদেশের চলমান সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস  © সংগৃহীত

বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে একথা বলেন তিনি। 

পোস্টে জাতিসংঘ মহাসচিব লেখেন, বাংলাদেশে বর্তমানে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সবার জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। 

তিনি আরও লেখেন, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। 


সর্বশেষ সংবাদ