বৈদ্যুতিক গোলযোগ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন  © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে  এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে,  সোমবার সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের চার তলা ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের লালমাটিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া, ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছে।’

এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক।’ 


সর্বশেষ সংবাদ