ঝিনাইদহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সুব্রত’স স্পেশাল ব্যাচ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  © সংগৃহীত

দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সুব্রত'স স্পেশাল ব্যাচ। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঝিনাইদহ শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সুব্রত'স স্পেশাল ব্যাচের ঝিনাইদহ এবং যশোর শাখা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। প্রথম বছরেই ঝিনাইদহ শাখার ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনের বেশি শিক্ষার্থী চান্স পেয়েছেন। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পর চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।

 

প্রতিষ্ঠানটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সুব্রত'স স্পেশাল ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৪ জন ভর্তির সুযোগ পেয়েছেন। গুচ্ছে ১১তম, ৪৭তম স্থান অর্জন করেছে। এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম, কৃষি গুচ্ছে ১৯তম স্থান অর্জনসহ ৩২২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সুব্রত কুমার নন্দী বলেন, ‘প্রায় দেড় লাখ শিক্ষার্থীর মধ্যে সুব্রত'স স্পেশাল ব্যাচ থেকে গুচ্ছে ১১তম স্থান অর্জন করেছে স্বাক্ষর মিস্ত্রী। এছাড়া গত ১৪ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের এর অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আরো ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবো।


সর্বশেষ সংবাদ