বাংলাদেশের সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা চৌধুরী
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৩৪ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের জয় দেখতে এসেছিলেন হাজারো সমর্থক। কিন্তু ২–১ গোলের হার দেখে ছাড়তে হয় গ্যালারি। সেই হতাশ হওয়া সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা চৌধুরী
হামজার আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দেশের ফুটবল। লক্ষ্য রাখে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। কিন্তু ভারতের বিপক্ষে ড্রয়ের পর, সিঙ্গাপুরের কাছে ঘরের মাটিতে হার পথটা কঠিন করে দিল। তবে ইতিবাচক থাকতে বললেন হামজা।
হারের হতাশা নিয়ে সামাজিক মাধ্যমে হামজা লিখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম,তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’
এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তিনে। সবার ওপরে আছে সিঙ্গাপুর, দুইয়ে আছে হংকং। আর নিচে ভারত। আগামী অক্টোবরের উইন্ডো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। হংকংয়ের বিপক্ষে দেশের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ৫ দিনের ব্যবধানে খেলবেন হামজারা।