অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

গোলের পর ম্যান ইউনাইটেড খেলোয়াড়দের উচ্ছ্বাস
গোলের পর ম্যান ইউনাইটেড খেলোয়াড়দের উচ্ছ্বাস  © সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে যেন ফিরে এলো ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগের সেই স্মৃতি! অতিরিক্ত সময়ের শেষ মিনিটে টানা দুই গোল করে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে সেমিফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে এগিয়ে গিয়েও ১০ জনের লিয়োঁর কাছে ৪-২ গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে যখন বিদায়টা একরকম নিশ্চিত, তখনই শুরু হল নাটকীয়তা।

খেলার ১১৪তম মিনিটে ক্যাসেমিরোর ওপর ফাউল হলেও প্রথমে পাত্তা দেননি রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে পেনাল্টি পায় ইউনাইটেড। সেখান থেকেই গোল করে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্দেজ। এরপর ম্যাচের শেষ মিনিটে তরুণ মিডফিল্ডার কোবি মেইনু দারুণ এক কার্লিং শটে গোল করে ম্যাচে সমতা আনেন। তখনই গ্যালারিতে ফিরে আসে আশার আলো।

আরও পড়ুন: আইএইচটি ও ম্যাটস ভর্তি: তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

কিন্তু ইউনাইটেড থেমে থাকেনি। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ক্যাসেমিরোর লম্বা বল থেকে হেডে গোল করেন হ্যারি ম্যাগুইর। গ্যালারিতে তখন উন্মাদনা, মাঠে নেমে পড়েছেন বেঞ্চের খেলোয়াড়রাও। সেদিন স্ট্যান্ডে উপস্থিত ছিলেন কিংবদন্তি সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও। তার সামনেই দল দেখাল ঠিক তার সময়ের মতোই ‘ফার্গি টাইম’ ম্যাজিক।

এ জয়ের ফলে রুবেন আমোরিমের ইউনাইটেড এখন সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। ওল্ড ট্র্যাফোর্ডে এটি ছিল ইতিহাস গড়া এক রাত, আর ইউনাইটেড সমর্থকদের মনে থাকবে অনেক দিন।


সর্বশেষ সংবাদ