বাংলায় মুক্তি পাচ্ছে পুষ্পা, ‘সামি সামি’ গানে কণ্ঠ দিয়েছেন সিঁথি (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মে ২০২২, ০৯:৪২ PM , আপডেট: ২০ মে ২০২২, ০৯:৪৯ PM
‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এক দক্ষিণী সিমেনা। লাল চন্দন কাঠের চোরাচালানের গল্পে নির্মিত হয়েছে এ সিনেমা। আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি ইতোমধ্যেই আয় করেছে প্রায় ৪শ কোটি রুপি।
এবার তুমুল জনপ্রিয় এ সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এ সিনেমা সবচেয়ে আলোচিত গান ‘সামি সামি’- এ কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সিঁথি সাহা। গণমাধ্যমে এ শিল্পী নিজেই এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর অফিশিয়াল মিউজিক লেবেল আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে সিঁথির গাওয়া গানটি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ মে) গানটি প্রকাশ করা হয়। এতে আল্লু অর্জুন ও রাশমিকার সঙ্গে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য রয়েছে।
বাংলায় রাজিব দত্ত এ গানটি লিখেছেন। তবে দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় মৌনিকা তামিল ভাষার মূল গানটি গেয়েছেন। হিন্দি ভাষায় এ গানটি গেয়েছেন সুনিধি চৌহান।
এ ব্যপারে সিঁথি জানান, ‘সামি সামি’ খুব জনপ্রিয় একটি গান। সুনিধি গানটির হিন্দি ভার্সন গেয়েছেন। তারা বাংলার জন্য আমার কণ্ঠ পছন্দ করেছেন। ভালো লাগছে। গানটি প্রকাশের পর থেকেই ভালো পাচ্ছি।