হলিউডের সঙ্গে তুলনা করে ফেসবুকে ট্রলের শিকার মেহজাবীন

ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  © সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের কলা-কুশিলবদের কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে হলিউডকে টেনে এনে ব্যাপক রোষের মধ্যে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওই বক্তব্য নিয়ে নেটিজেনরা এখন রীতিমত ট্রলে মেতেছেন। চলছে হাসাহাসি আর ব্যাঙ্গ-বিদ্রূপ।

বুধবার (৮ মার্চ) মেহজাবিন একটি ওয়েব সিরিজের টিজার উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পীদের কাজের সঙ্গে হলিউডের তুলনা করার পর থেকেই সমালোচনা তুঙ্গে উঠেছে।

দেশের প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাজ নিয়ে মেহজাবীন জানান,  ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

এরপর তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আরও পড়ুন: বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

তারা মনে করছেন, মেহজাবীন হলিউডের প্রসঙ্গ টেনে অনেকটা বেশি বলে ফেলেছেন। মিডিয়াতে পরিমিত কথা বলতে হয় তা না হলে হাসির পাত্রে পরিণত হওয়ার ঝুঁকি থাকে বলেও জানান তারা। এদিকে বিনোদনপ্রেমীদের কেউ কেউ হলিউড সম্পর্কে মেহজাবীনের জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।

মেহজাবীনের বক্তব্যের নানা সমালোচনা সামনে আসার পর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।

এ তারকা অভিনেত্রী বলেন, ‘আচ্ছা, আমি তো আর বলিনি যে হলিউডের চাইতে আমরা ভালো পারি। এ বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। আমি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি।’ দেশের নাটক-সিনেমা এগিয়ে যাচ্ছে দাবি করে মেহজাবীন বলেন, ‘বর্তমানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের আগামী প্রজন্ম তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে এসে দেশি বিজ্ঞাপন অনেক এগিয়েছে। এখন অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন আমাদের দেশের নির্মাতা, শিল্পীরা।  বিজ্ঞাপনে যদি পারি, তা হলে আমরা সিনেমায় পারব না কেন?’

উদাহরণ হিসাবে মেহজাবীন জানান, ‘গত বছর বলিউড থেকেও বাংলাদেশের কিছু অভিনেত্রী কাজের প্রস্তাব পেয়েছিলেন। এরই মধ্যে একজন কাজ করেও ফেলেছেন। আমরা কি এগিয়ে যাচ্ছি না?’

ছোটপর্দার এ অভিনেত্রী শেষে অভিমান করে বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি যারা বিষয়টিকে নিজের মতো করে লিখছেন, সমালোচনা করছেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, রাগও নেই। শুধু আমার নিজের খারাপ লাগা আছে।’


সর্বশেষ সংবাদ