একাত্তরবিরোধীদের ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যেতে বললেন জাহের আলভী

জাহের আলভী
জাহের আলভী  © সংগৃহীত

একাত্তরবিরোধীদের ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যেতে বললেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যারা ৭১ অস্বীকার করে, অথবা ৭১ মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান।

হোক সে, পরিবার, আত্নীয়-স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা gen-z সম্প্রদায়। এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না, যারা ৭১কে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।’

ছোট পর্দার অভিনেতার করা ফেসবুক পোস্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতারা তার এ পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। অভিমন্যু বিশ্বাস অভি নামের একজন লেখেন, ‘বাঙালী জাতি আপনার এই ত্যাগ মনে রাখবে।’
 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!