সত্যজিতের জন্মদিবসে ওটিটিতে ‘প্রিয় সত্যজিৎ’

প্রিয় সত্যজিৎ সিনেমার পোষ্টার
প্রিয় সত্যজিৎ সিনেমার পোষ্টার  © সংগৃহীত

আজ ২ মে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন। জন্মবার্ষিকীতে নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। ইতোমধ্যে এ সিনেমাটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন উৎসবে, পেয়েছে বিভিন্ন পুরস্কারও। এবার দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়েছে এটি। চরকির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

নির্মাতা প্রসূন রহমান এ সিনেমা প্রসঙ্গে বলেন, ‘এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয়। সত্যজিতকে সঙ্গী করে সাহিত্যের প্রতি, সিনেমার প্রতি, জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর চলচ্চিত্র। এটা আমাদের “লাভ-লেটার টু সিনেমা”।’

তিনি আরও বলেন, ‘শিল্পের অনুষঙ্গে দিনযাপনের যে কোনো উপলক্ষেই এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে। চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক “প্রিয় সত্যজিৎ”, এইটুকু প্রত্যাশা।’

তিন প্রজন্মের তিন নির্মাতাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়, যিনি সরাসরি উপস্থিত না থাকলেও পুরো কাহিনিতে তার প্রভাব গভীরভাবে অনুভূত হয়।

চলচ্চিত্রে প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন সদ্যপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। আর নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রে দেখা যাবে মৌটুসী বিশ্বাসকে। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

পরিচালক প্রসূন জানিয়েছেন, সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক পর্যায়ে যেমন নেটফ্লিক্সে সিরিজ বা কলকাতায় সিনেমা নির্মাণ হয়েছে, বাংলাদেশে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। সেই অভাববোধ থেকেই নিজস্ব অর্থায়নে ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি।

প্রসূনের এই উদ্যোগে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশে সত্যজিতের প্রভাব এবং তার প্রতি সম্মান জানাবার সাংস্কৃতিক প্রয়োজন। চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

চলচ্চিত্রটির দৃশ্যধারণ হয়েছে কিশোরগঞ্জের মসূয়া অঞ্চলে, যেখানে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা অবস্থিত। সেখানে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও দুটি স্থানে এবং পুরান ঢাকার একটি পুরোনো বাড়িতেও সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence