এ আর রাহমানের চেয়ে বেশি পারিশ্রমিক, কে এই অনিরুদ্ধ রবিচন্দর?

অনিরুদ্ধ রবিচন্দর
অনিরুদ্ধ রবিচন্দর  © সংগৃহীত

এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালক কে? জবাবে সবাই বলবেন এ আর রাহমানের নাম। তবে তার চেয়ে বেশি আয় করেন এক তরুণ শিল্পী। দক্ষিণ ভারতের সিনেমা যারা অনুসরণ করেন, তার অনিরুদ্ধ রবিচন্দরের নাম ভালোই জানেন। সিনেমাপ্রতি তার পারিশ্রমিক এ আর রাহমানের চেয়ে বেশি! তরুণ এই সংগীত পরিচালক সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

জানা গেছে, অ্যালবামপ্রতি অনিরুদ্ধ এখন ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। রজনীকান্ত, বিজয়, কমল হাসানসহ আলোচিত অভিনেতার একাধিক তামিল ছবিতে অনিরুদ্ধ কাজ করেছেন। তার সুরের জাদুতে আজ মুগ্ধ তরুণেরা।

তবে কেবল দক্ষিণি ছবি নয়, অনিরুদ্ধ বলিউডেরও ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তা–ও আবার শাহরুখ খানের সঙ্গে। ‘বাদশাহ’র ‘জওয়ান’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবির জন্যই নাকি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অনিরুদ্ধ। যেখানে এ আর রাহমান সাধারণত ৭ থেকে ৮ কোটি রুপি নিয়ে থাকেন।

যদিও অনিরুদ্ধ পরে ‘লিও’ ও ‘জেলার’- এর মতো ছবিতে কাজের জন্য পারিশ্রমিক হিসেবে ভারতীয় মুদ্রায় ৮ কোটি রুপি নিয়েছিলেন। জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা’ ছবিতেও অনিরুদ্ধের গান রয়েছে। তার করা গানগুলো বেশির ভাগই যে সুপারহিট, বলাই বাহুল্য।

প্রীতম, বিশাল, শেখরসহ এই সময়ের অন্য সংগীত পরিচালকের পারিশ্রমিক ৫ কোটি রুপির কম। শ্রীকান্ত ওদেলা পরিচালিত ও নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’-এর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত অনিরুদ্ধ।

শ্রীকান্ত ওদেলা এর আগে এক সাক্ষাৎকারে অনিরুদ্ধের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘অনিরুদ্ধের আবহ সংগীত অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করেছে। না হলে এই মুহূর্তগুলো এতটা জমত না।’

২০১২ সালে ‘৩’ সিনেমার ‘হোয়াই দিজ কোলাবেরি ডি’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ৩৪ বছর বয়সী এই সংগীত পরিচালক অনেক দক্ষিণি নির্মাতার প্রথম পছন্দ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!