এক সিনেমায় আসছেন শাহরুখ-সালমান, নাম ‘টাইগার ভার্সেস পাঠান’

একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও সালমন খানকে
একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও সালমন খানকে  © হিন্দুস্তান টাইমস

একসঙ্গে বড় পর্দায় আসছেন শাহরুখ খান ও সালমন খান। যশরাজ ফিল্মস পরিকল্পনা করছে সবচেয়ে বড় অ্যাকশন ড্রামার। যার শ্যুটিং শুরু হবে ২০২৪ সালে। মুখোমুখি সলমন আর শাহরুখ, সিনেমার নাম হতে চলেছে টাইগার ভার্সেস পাঠান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, শাহরুখ ও সালমনকে ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন আদিত্য চোপড়া। দুই তারকার সম্মতিও মিলেছে। 

‘আদিত্য চোপড়া দুটি পৃথক মিটিংয়ে শাহরুখ ও সালমনকে স্ক্রিপ্টটি আলাদা-আলাদাভাবে পড়ে শোনান। এটিতে উভয়ই তৎক্ষণাৎ থাম্বস আপ দিয়েছেন। দুই সুপার স্পাই টাইগার আর পাঠান মুখোমুখি হবে টাইগার ভার্সেস পাঠানে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমায় কাজ করতে মুখিয়ে রয়েছেন দুই তারকাই। স্ক্রিপ্ট তৈরির কাজও শেষ। 

জানা যাচ্ছে, নভেম্বর মাসে দিওয়ালির পরেই এ ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে। মাস পাঁচেকের লম্বা প্রস্তুতির পরেই ২০২৪ সালের মার্চে  ফ্লোরে যাবে এ সিনেমা। বিদেশের নানা ধরনের অদেখা, চোখ ধাঁধানো লোকেশন বাছাইয়ের কাজেও নজর রাখা হচ্ছে।

৩০ বছর আগে করণ-অর্জুন সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ আর সালমনকে। মাঝে দুই খানের মধ্যে কথাও বন্ধ ছিল অনেকদিন। তবে বেশ কয়েকবছর ধরেই একে-অপরের পার্টি হোক বা সিনেমা, হাজির হয়ে যান সবার আগে। দুজনের গলাগলি বন্ধুত্বও বারবার আসে খবরের শিরোনামে। তবে দুজনকে নিয়ে সিনেমা বানানো সহজ নয়। শক্তিশালী স্ক্রিপ্টের দরকার। টাইগার ভার্সেস পাঠানের থেকে ভালো কিছু তাই হতেই পারে না।

বলিউড কেন ভারতীয় সিনেমার মাইলস্টোন হতে চলেছে ‘টাইগার ভার্সেস পাঠান’। বড় দায়িত্ব পরিচালক সিদ্ধার্থ আনন্দের ঘাড়েও। যশরাজ ফিল্মস ‘টাইগার’ দিয়েই পা রাখে স্পাই ফিল্মের দুনিয়ায়। ২০১২ সালে ক্যাটরিনা আর সালমনকে নিয়ে আসে ‘এক থা টাইগার’, যা সুপার হিট। এরপর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-ও বড় সাফল্য পায় বক্স অফিসে।

এবার চলতি বছরের নভেম্বরে আসছে ‘টাইগার ৩’। মাঝে স্পাই ইউনিভার্সে জোড়ে ‘ওয়ার’। আসে ২০১৯ সালে। এতে গুপ্তচর হিসেবে এন্ট্রি নিলেন হৃতিক রোশন। ২০২৩ সালে যশরাজের স্পাই ইউনিভার্সে জুড়ে যায় পাঠান শাহরুখ খানের নাম। যাই হোক, এবার পালা পাঠান আর টাইগারের মুখোমুখি টক্করের। খবর: হিন্দুস্তান টাইমস।


সর্বশেষ সংবাদ