ফারুকের সিনেমা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছে: জাবি ভিসি

চিত্রনায়ক ফারুক মারা গেছেন
চিত্রনায়ক ফারুক মারা গেছেন  © ফাইল ছবি

 চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় উপাচার্য বলেন, বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিককে হারাল। তার কালজয়ী সিনেমা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছে। তিনি দেশ প্রেম, অভিনয় শৈলি এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: চিত্রনায়ক ফারুক মারা গেছেন

উপাচার্য শোক বার্তায় প্রয়াত ফারুকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এর আগে নায়ক ফারুক গত সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ