গুচ্ছ ভর্তি পরীক্ষায় ট্রাফিকের ভূমিকায় পাবিপ্রবির নাইমুল
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৫:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২২, ০৬:০২ PM
সারাদেশের অনুষ্ঠিত ২২ টি বিশ্ববিদ্যালয়ের সম্বনয়ে গঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যেমে সম্পন্ন হয়েছে। সারাদেশের ১৯ টি উপকেন্দ্রের ন্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা।
এ সময় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষাকে নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন,পুলিশ প্রশাসন,স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সেবা প্রদান করেন। এ সময় খোঁজ মেলে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে একজন স্বেচ্ছাসেবী প্রখর রোদ্রকে উপেক্ষা করে রাস্তায় যানবাহনের ভিড় দূর করে ট্রাফিকের ভূমিকা পালন করছেন। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সুযোগ করে দিচ্ছেন। পরবর্তীতে অনুসন্ধান করে সত্যতা মিলে, তিনি নাইমুল হাসান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী।
আরও পড়ুন: ২৫ টাকা বাড়ল চা শ্রমিকদের মজুরি, ধর্মঘট প্রত্যাহার
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, গত দুই ইউনিটে ভর্তি পরীক্ষায় নাইমুল হাসানকে লক্ষ্য করি আমরা। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। প্রখর রোদ্রে নাইমুল হাতে লাঠি ও মুখে বাশি নিয়ে রাস্তার ভিড় দূর শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সুবিধা করে দিচ্ছেন। স্বেচ্ছায় তার এমন কাজে আমরা বিস্মিত ও গর্ব অনুভব করি। তার মতো নিরহংকারী ব্যাক্তিত্বরা আসলের সমাজের জন্য অত্যন্ত গর্বের। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার এমন কাজ সত্যিই আমাদেরকে অভিভূত করে। আমাদের তরুন প্রজন্মের উচিত নাইমুলের মতো ব্যাক্তিত্বদের কাছ থেকে শিক্ষা নেওয়া।
এ সময় নাইমুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গত ৩০ জুলাই এ ইউনিটের পরীক্ষার মাধ্যেমে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি গত তিনটি ইউনিটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় গেইটে অবস্থান করি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের গেইটে সামনের রাস্তা ঢাকা-পাবনা হাইওয়ে এবং অত্যন্ত ব্যস্ততম রাস্তা। সেজন্য আমি ভর্তি পরীক্ষার্থীদের সুবিধা ও দূর্ঘটনা রোধে স্বেচ্ছায় কাজ করি।
তিনি আরও বলেন, এ সকল কাজ আমি স্বেচ্ছায় করি এবং আমি এসকল কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে অন্তত আনন্দিত। সেই সাথে মানবতার সেবায় আমার এই সকল কর্মকাণ্ড আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ। সকলের দোয়া কামনা করছি।