বশেমুরবিপ্রবি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ছাত্রদের ইভেন্টে টানা চতুর্থবারের মত শিরোপা ছিনিয়ে নিল সমাজবিজ্ঞান বিভাগ। অন্যদিকে ছাত্রীদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি বিভাগ।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছাত্রীদের ইভেন্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষি বিভাগ। অপরদিকে ছাত্রদের ইভেন্টে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।

ছাত্রীদের ইভেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ কৃষি বিভাগের ফাহিমা। ছাত্রদের ইভেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আব্দুল্লাহ।

খেলা শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর বাবুল মন্ডল।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অংশগ্রহণ করে।


সর্বশেষ সংবাদ