হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে প্রশ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে প্রশ্ন করা হয়েছে। বুধবার (৭ মে) ‘সি’ ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন আসে-‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কয়টি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে? প্রশ্নে চারটি অপশনে ৬, ৭, ৮, ৯ দেওয়া হয়।

এবার ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল। সময়মতো পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন আসে। যেমন, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়। এছাড়াও চাকরির নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন দেখা যায়।

এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘সি’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার ৮৪৯ জন।


সর্বশেষ সংবাদ