প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নিলেন নোবিপ্রবির অর্পা

প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন শামা জাবীন অর্পা
প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন শামা জাবীন অর্পা  © সংগৃহীত

মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পুরস্কার নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী শামা জাবিন অর্পা। 

বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন এ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ মে) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শামা জাবীন অর্পা। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শামার কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাঈল বলেন, ‘শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। শামার এই কৃতিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

শামা জাবীন অর্পার প্রশংসা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম বলেন, ‘এই অর্জন পুরো বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভালো খ্যাতি ছড়িয়েছে। বিশেষ করে, আইন বিভাগের এমন অর্জন সামনে সবার অনুপ্রেরণা হয়ে কাজ করবে। প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করায়, আমদের আইন বিভাগের আরও নতুন নতুন অর্জনের পথে উৎসাহ হিসেবে কাজ করবে।’

অর্পার এক সহপাঠী বলেন, ‘অর্পা শুরু থেকেই নিজের লক্ষ্য নিয়ে অনেক সচেতন ছিল। ভালো কিছু করার অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম তাকে আজকের এই সাফল্যে পৌঁছে দিয়েছে। সে সব সময়ই দায়িত্বশীল, পরিশ্রমী এবং ডেডিকেটেড ছিল। আমার সবসময়ই বিশ্বাস ছিল, সে একদিন বড় কিছু অর্জন করবে—আর আজ সে সত্যিই তা প্রমাণ করেছে। আমরা সবাই তার এই অসাধারণ অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। অর্পার এই সাফল্য আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যা আমাদেরও স্বপ্ন দেখতে ও সেগুলো বাস্তবায়নের সাহস জোগায়।’

আরো পড়ুন: জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে আমেরিকার সিনেটে রেজুলেশন পাস

নিজের অর্জনে উচ্ছসিত অর্পা বলেন, ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অর্জন করেছি। এটি নিঃসন্দেহে আমার জন্য এক গর্বের বিষয়। এই অর্জনের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ এবং ঘনিষ্ঠভাবে আলাপচারিতা, হাত মেলানো ও ফটোসেশনের মুহূর্তগুলো আমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এ অর্জনে আমি, আমার পরিবার, শিক্ষক ও বন্ধু-বান্ধবরা সবাই অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল এবং সৃজনশীলভাবে এগিয়ে চলার প্রেরণা দেবে।’


সর্বশেষ সংবাদ