শাবিপ্রবির সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে উপ-উপাচার্য 

দায়িত্ব গ্রহণ
দায়িত্ব গ্রহণ  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অনুষদের অস্থায়ী ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীম। আজ বৃহস্পতিবার (১ মে) দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৯ এপ্রিল এক অফিস আদেশের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, গতকাল ৩০ এপ্রিল অধ্যাপক ড. লায়লা আশরাফুনের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়ের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ডিন পদে স্থায়ী নিয়োগ প্রদান করা হয়নি।

এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-উপাচার্যকে অস্থায়ীভাবে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কুয়েটের উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক

প্রসঙ্গত, সম্প্রতি ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রী শেখর রায়ের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। প্রক্টর থাকাকালীন সময়ে ভিন্নমতের শিক্ষার্থীদেরকে দমন-পীড়ন ও জঙ্গি ট্যাগ দেওয়া, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের একাধিক বিধি লঙ্ঘন করে এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়ে গোপনে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও গবেষণা চৌর্যবৃত্তিসহ অসংখ্য অভিযোগ উঠেছে আওয়ামী রাজনীতিতে সক্রিয় এ অধ্যাপক এর বিরুদ্ধে। ফলে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ডিন হতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  


সর্বশেষ সংবাদ