‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’র ডাক আবরার ফাইয়াজের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছেন আবরার ফাইয়াজ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি উপাচার্যকে রাত ১০টার মধ্যে পদত্যাগ করার আহ্বান জানান।
ফাইয়াজ তার স্ট্যাটাসে লেখেন, “কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড। সময়: আজ রাত ১০টা। স্থান: রাজু ভাস্কর্য, ঢাবি। কুয়েট ভিসিকে আজ রাত ১০টার মধ্যে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আয়োজনে: কুয়েটের পাশে ঢাবি, জাবি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বুয়েটসহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান।”
এদিকে কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল (২১ এপ্রিল) বিকেল ৩টা থেকে আমরণ অনশন শুরু করেন। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী।
চলমান অনশন এবং উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আগামীকাল (২৩ এপ্রিল) একটি দুই সদস্যের প্রতিনিধিদল কুয়েটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।