১৭ দিনের ছুটিতে মেরিটাইম ইউনিভার্সিটি
- মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০২:৩৫ PM

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) ১৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি আজকের (২৫ মার্চ) শেষ কর্মদিবসের পর থেকেই কার্যকর হবে। ছুটি শেষে ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় আবার খুলবে।
ছুটি শেষে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে নানা আয়োজন। ২১ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে দেশি-বিদেশি মেরিটাইম-বিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পহেলা বৈশাখ উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। যেখানে বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, পিঠা উৎসব ও শিক্ষার্থীদের স্টল দেওয়ার ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শহিদ মোয়াজ্জেম হল।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
এদিকে আগামী ৪ মে শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নবাগত শিক্ষার্থীদের জন্য পরিচিতিমূলক সেশন ও দিকনির্দেশনা দেওয়া হবে।
এ ছাড়া ছুটি শেষে শিক্ষার্থীদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনারও সূত্রপাত হতে পারে। মেরিটাইম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (মাকসু) গঠনের বিষয়ে আলোচনা শুরু হতে পারে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে আলোচিত সেমিস্টার ফি কমানোর দাবি নিয়েও শিক্ষার্থীরা ১৩ এপ্রিল আলোচনায় বসতে পারে, যেখানে সেমিস্টার ফি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দীর্ঘ ছুটির পর নানা আয়োজন ও গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন উদ্দীপনায় ক্যাম্পাসে ফিরবে বলে আশা করা যাচ্ছে।