সম্মিলিত ইফতার মাহফিলে রাবিপ্রবি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের জন্য দোয়া করলেন উপাচার্য
- রাবিপ্রবি প্রতিনিধি (আহ্সান হাবীব)
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ০৯:৩৫ PM

প্রথমবারের মতো সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। আজ ১১ মার্চে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা-সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রায় ৮৫০ জন নিয়ে সম্মিলিত ইফতার মাহফিলের কারণে বিশ্ববিদ্যালয় কোণায় কোণায় ভরে যায়। এত শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রথম ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবার অংশগ্রহণে ইফতারের আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, এনএসআই এর যুগ্ম পরিচালক মাসুদ হাসান, এনএসআই এর উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, ডিজিএফআই এর পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, জনতা ব্যাংকের ম্যানেজার জনাব অতীশ চাকমাসহ জেলার অন্যান্য দপ্তরের গণ্যমান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
ইফতারের পূর্বমুহূর্তে সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা আমাদের মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশে সহযোগী ভূমিকা রাখবে। আমাদের সবার মাঝে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অবকাঠামো সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে উপাচার্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি পরিস্কার-পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস গড়ার পাশাপাশি ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন দেশের আগামী প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরকে আহ্বান জানান। দোয়ায় অংশ নিয়ে উপাচার্য সকালের জন্য দোয়া করেন। এসময় তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই’২৪ গণঅভ্যুত্থানের শহীদ-আহতসহ দেশ বিনির্মাণে যাঁরা ইতঃপূর্বে শহীদ হয়েছেন তাঁদের জন্য ও বিশ্বমানবতা প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করেন।
সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে রাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন আয়োজনে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।