চুয়েটে ‘প্রকৌশল শিক্ষায় ঈমান’ সেমিনারে যোগ দিচ্ছেন ধর্ম উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ‘প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আসর নামাজের পর চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন: লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও অধিকার রক্ষায় ছাত্র সংসদ চান শিক্ষার্থীরা
এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আদ-দাওয়া ইলাল্লাহ’র পরিচালক জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সেমিনারে সভাপতিত্ব করবেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।