সেমিস্টার ফি কমছে মেরিটাইম ইউনিভার্সিটির

প্রশাসন, ইউজিসি ও শিক্ষার্থীদের ত্রিপাক্ষিক বৈঠক
প্রশাসন, ইউজিসি ও শিক্ষার্থীদের ত্রিপাক্ষিক বৈঠক  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেমিস্টার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। বিষয়টি অর্থ কমিটি ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ফি স্ট্রাকচার চূড়ান্ত করে দ্রুতই প্রকাশ করা হবে।

পতিত আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানো সহ কয়েকটি দাবিতে দফায় দফায় আন্দোলন করে আসছিলো। সর্বশেষ লং মার্চ টু ইউজিসি কর্মসূচির পর শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেমিস্টার ফি কমানো হবে বলে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

ত্রিপাক্ষিক বৈঠকের পর দফায় দফায় ইউজিসির সাথে আলোচনার পর গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে সংশোধিত সেমিস্টার ফি অর্থ কমিটিতে উত্থাপন করা হয়। আজ সোমবার বিশেষ সিন্ডিকেটে নতুন সেমিস্টার ফি স্ট্রাকচার অনুমোদন করা হয়। তবে সেমিস্টার ফি কত কমছে সে বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায় নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র থেকে জানা যায় অর্থ কমিটিতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে আনুমানিক ২০ শতাংশ সেমিস্টার ফি কমানোর প্রস্তাব গৃহীত হয়। তবে সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তে ঠিক কত কমানো হলো এ বিষয়ে আগামী বুধবার নাগাদ নোটিশ আসতে পারে। শিক্ষার্থীদের দাবি ছিলো সেমিস্টার ফি পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ ৫০ শতাংশের বেশি ফি কমানো। জানা যায়, ইউজিসি আশ্বাস দিলেও সেমিস্টার ফি কমানোর ক্ষেত্রে নতুন কোনো বরাদ্দ দেয় নি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাজেট থেকে সমন্বয় করে এই ফি কমানো হচ্ছে।

উল্লেখ্য, মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় দুই থেকে তিনগুণ সেমিস্টার ফি দিতে হয়।সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত চলমান সেমিস্টারের ফি দেয়নি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগেই নতুন সেমিস্টার ফি বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ